Friday 27 January 2012

→ প্রাণী বিষয়ক আজব ও অজানা তথ্য ←

• সাপের চোখের পাতা নেই।
• ডলপিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
• হাতি একমাত্র স্তন্যপায়ী প্রাণী, যা লাফ দিতে পারে না।
• কুমির তার জিহবা ঘুরাতে পারে না।
• উটের চোখের পাতা তিনটি।
• ক্যাঙ্গারু এক লাফে ৩০ ফুট যেতে পারে।
• একটি কচছপ ৫০০ বছর পর্যন্ত বেঁচে থাকে।
• সবচেয়ে বিষাক্ত সাপ হল কিং কোবরা।

No comments:

Post a Comment

Don't forget to put your comment :)