Friday 27 January 2012

→ єxclusive তথ্য ←

►একজন মানুষ অক্সিজেন ছাড়া সর্বোচ্চ ৩ মিনিট বাঁচতে পারে, খাবার পানি ছাড়া বাঁচতে পারে ৭ দিন।
►চোখ খোলা রেখে কখনো হাঁচি দেওয়া যায় না।
►হাঁচির গতি ঘণ্টায় ১০০ মাইল।
►প্রতিটি মানুষের মস্তিষ্কের ওজন কমবেশি ৩ পাউন্ড৷
►আঙ্গুলের প্রিন্ট এর মত প্রত্যেক মানুষের জিহবার প্রিন্টও ভিন্ন।
►মানুষের নাক এবং বৃদ্ধা আঙ্গুলের দৈঘ্য সমান।
►পিঁপড়া হচ্ছে একমাত্র প্রাণী যেটি কখনো ঘূমায় না।
►তেলাপোকা মাথা ছাড়া দশ দিন পর্যন্ত বেছে থাকেতে পারে।

No comments:

Post a Comment

Don't forget to put your comment :)