Friday 27 January 2012

→ єxclusive সাধারণ জ্ঞান ←

► উটের দুধ দিয়ে দই হয় না!!
► এক ডলারের একটা নোট তৈরি করতে একুশ টাকা খরচ হয়।
► মশারা নীল রঙের প্রতি দুর্বল!! ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে।
► বছরের যে মাসের ১ম তারিখ রবিবার দিয়ে শুরু হয় সেই মাসের ১৩ তারিখ সর্বদা শুক্রবার হয়, আবার বৃহস্পতিবার দিয়ে শুরু হলে সেই মাসের ১৩ তারিখ সর্বদা মঙ্গলবার হয়।
► মিশরের বৃহৎপিরামিডের ভিত্তি এবং ভুমির আয়তন ১০টি ফুটবল খেলার মাঠের সমপরিমান ।
►বিশ্বের সবচাইতে ধনী ৩ জন লোকের মোট টাকার পরিমান গরীব ৪৮ টি দেশের মোট টাকার চাইতেও বেশি।
►পোকাখেকো বাজপাখির দৃষ্টিশক্তি খুবই প্রখর। আধামাইল দূর থেকেও একটা ফড়িংকে ঠিক ঠিক শনাক্ত করতে পারে।
►চোখের একটা পলক ফেলতে সময় লাগে শূন্য দশমিক চার সেকেন্ড।
►একজন মানুষের শিরচ্ছেদ হওয়ার ১৫ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত মস্তিষ্কের চেতনা থাকে।
► পৃথিবীতে সবচেয়ে বেশী বর্ণমালা ব্যবহার করা হয় কম্বডিয়ানদের ভাষায় । তাদের ভাষা ভান্ডারে ৭৪ টি বর্ণমালা রয়েছে ।
►চার ঘন্টার ভেতর ১০০ কাপ কফি পান করলে মৃত্য অবধারিত ।

No comments:

Post a Comment

Don't forget to put your comment :)